হারাম রিলেশন ও বাস্তবতা



হারাম রিলেশন ও বাস্তবতা


আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। 

আল-কুরআন, সুরা নাবা- আয়াত নং ৮

দীর্ঘদিন হারাম রিলেশন করে আপনি যেই মেয়েটাকে/ছেলেটাকে বিয়ে করলেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঠিক ওই মেয়েটাকে/ছেলেটাকে আপনার তাকদিরে নির্ধারণ করে রেখেছিলেন আপনাকে সৃষ্টি করারও হাজার হাজার বছর পূর্বেই। অথচ আপনি আপনার রবের ওপর ভরসা না করে, দোয়া না করে, তাকদিরে বিশ্বাস না রেখে, ধৈর্য্য অবলম্বন না করে, তাকে গ্রহণ করলেন হারাম ভাবে।

আপনি যদি হারাম রিলেশন না করে, বিয়ে নাও করতেন/করেন, তবুও আপনার 'রবের' নির্ধারিত ওই ছেলে/মেয়ের সাথেই আপনার বিয়ে হতো/হবে ইনশাআল্লাহ। ঠিক এখানেই রয়েছে আল্লাহর ইবাদাত, এটাই আল্লাহর পরিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঠিক এই ইবাদত গুলোর জন্যই আমাদের সৃষ্টি করেছেন। আর এই যায়গাতেই রয়েছে শয়তাদের অক্লান্ত পরিশ্রম।

কাউকে দেখে ভালোলাগা, তারপর তাকে নিজের জন্য চাওয়া, তার সাথে হারাম রিলেশনে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করা, শতো ত্যাগ-তিতিক্ষা, বাধা-বিপত্তি, ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে অবশেষে তাকে বিয়ে করা এবং সফল হওয়া। এটা শুধু আপনারই সফলতা নয় ইবলিসেরও সফলতা। এগুলো শুধু আপনার পরিশ্রমেরই ফসল না, এর পেছনে ইবলিসেরও রয়েছে অসীম অবদান।

যেই মানুষটার সাথে এখন আপনি হারাম সম্পর্কে লিপ্ত আছেন, তাকে যদি আপনি আপনার আল্লাহর ওপর ভরসা রেখে, আল্লাহকে ভয় করে, তাকদিরে বিশ্বাস রেখে ত্যাগ করেন, এবং ধৈর্য্য অবলম্বন করেন' আর আল্লাহ যদি সেই মানুষটাকে আপনার জন্যই নির্ধারণ করে থাকেন, তাহলে তো তাকে আপনি হালাল ভাবেই পাবেন৷ আর যদি নাইবা পান, তাহলে ধরে নিবেন সে অন্যকারো জন্য নির্ধারিত ছিলো। তাই এমন কেউ থেকে থাকলে তাকে 'না' বলাটা আপনার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত।

প্রসঙ্গঃ আপনার রব যাকে আপনার জন্য সৃষ্টি করেছেন, তাকে পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হবেনা। সময় হলে সে ঠিকই চলে আসবে আপনার কাছে। জীবনসঙ্গী আপনি হালাল/হারাম যেভাবেই গ্রহণ করুন না কেন! আপনি কেবল তাকেই পাবেন যাকে আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হালাল নাকি হারাম! একটার পথ সূদুর জান্নাত পর্যন্ত বিস্তৃত আর অন্যটা সংকুচিত জাহান্নাম পর্যন্ত।

সিন্ধান্ত আপনার! তাকে হালালভাবে পাওয়ার জন্য আপনি আপনার রবের ওপর ভরসা রেখে, তাকদিরে বিশ্বাস রেখে, দোয়া করে ধৈর্য্য অবলম্বন করবেন। নাকি তাকে হারামভাবে গ্রহণ করেই নফসকে তৃপ্ত করবেন এবং শয়তানকে খুশি করবেন !

  

No comments

Powered by Blogger.