প্রশ্নোত্তর পর্ব-১ রাসূল সা. এর জীবনী
প্রশ্নোত্তর পর্ব-১
রাসূল সা. এর জীবনী
( নবুওয়াত লাভের পূর্বে )
1. প্রশ্ন : আমাদের নাবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর নাম কি ?
উত্তর : মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম।
2. প্রশ্ন : নাবী সা. এর পিতার নাম কি ?
উত্তর : আব্দুল্লাহ
3. প্রশ্ন : নাবী সা. এর মায়ের নাম কি ?
উত্তর : আমিনা
4. প্রশ্ন : নাবী সা. এর দাদার নাম কি ?
উত্তর : আব্দুল মুত্তালিব
5. প্রশ্ন : নাবী সা. এর দাদীর নাম কি ?
উত্তর : ফাতিমা
6. প্রশ্ন : নাবী সা. এর বংশের নাম কি ?
উত্তর : বনু হাশেম বংশ।
7. প্রশ্ন : নাবী সা. কোন মাসের কয় তারিখে জন্ম গ্রহণ করেন ?
উত্তর : রবিউল আউয়াল মাসের ৯ তারিখে।
8. প্রশ্ন : নাবী সা.কোন দিন জন্ম গ্রহণ করেন ?
উত্তর : সোমবার দিন।
9. প্রশ্ন : নাবী সা. এর কয়জন মেয়ে ছিল ?
উত্তর : ৪ জন।
10. প্রশ্ন : নাবী সা. এর কয়জন ছেলে ছিল ?
উত্তর : ২জন।
11. প্রশ্ন : নাবী সা. এর প্রথম স্ত্রীর নাম কি ?
উত্তর : খাদিজা রাজিয়াল্লাহু আনহা।
12. প্রশ্ন : নাবী সা. এর ছোট মেয়ের নাম কি ?
উত্তর : ফাতিমা রাজিয়াল্লাহু আনহা।
13. প্রশ্ন : নাবী সা. কোন গোত্রে লালিত-পালিত হন ?
উত্তর : বনু সা‘দ গোত্রে।
14. প্রশ্ন : নাবী সা. এর দুধ মাতার নাম কি ?
উত্তর : হালীমাহ
15. প্রশ্ন : নাবী সা. কত বছর জীবিত ছিলেন ?
উত্তর : ৬৩ বছর।
16. প্রশ্ন : নাবী সা. কত বছর বয়সে নবুওয়াত প্রাপ্ত হন ?
উত্তর : ৪০ বছর বয়সে।
17. প্রশ্ন : নাবী সা. কয়জন মহিলার দুধ পান করেন ?
উত্তর : ৩জন। এক-মাতা আমিনা,দুই- আবু লাহাবের দাসী সুওয়ায়বা, তিন-দুধমা হালিমা।
18. প্রশ্ন : নাবী সা. এর নাম মুহাম্মদ কে রাখেন ?
উত্তর : দাদা আব্দুল মুত্তালিব।
19. প্রশ্ন : নাবী সা. এর নাম আহমাদ কে রাখেন ?
উত্তর : মা আমিনা।
20. প্রশ্ন : মুহাম্মদ শব্দের অর্থ কি ?
উত্তর : প্রশংসিত।
21. প্রশ্ন : আহমাদ শব্দের অর্থ কি ?
উত্তর : অধিক প্রশংসিত।
22. প্রশ্ন : নাবী সা. এর নিকট কে অহী নিয়ে আসেন ?
উত্তর : ফেরেশ্তা জিবরাঈল আলাইহিস সালাম।
23. প্রশ্ন : কোন জায়গাতে প্রথম অহী নাজিল হয় ?
উত্তর : হেরাগুহাতে।
24. প্রশ্ন : নাবী সা. কত বছর দুধমা হালীমার নিকট থাকেন ?
উত্তর : ৬বছর।
25. প্রশ্ন : নাবী সা. কত বছর বয়সে বিবাহ করেন ?
উত্তর : ২৫ বছর বয়সে।
26. প্রশ্ন : বিবাহের সময় খাদিজা রাজিয়াল্লাহু আনহা এর বয়স কত ছিল?
উত্তর : ৪০ বছর।
27. প্রশ্ন : কোন দু‘জন খলিফা নাবী সা. এর শ্বশুর ছিলেন ?
উত্তর : আবু বকর রাজিয়াল্লাহু আনহু ও ওমর রাজিয়াল্লাহু আনহু।
28. প্রশ্ন : নাবী সা. এর চারজন মেয়ের নাম কি কি ?
উত্তর : রুকাইয়া,উম্মে কুলসুম,যয়নব ও ফাতিমা
29. প্রশ্ন : নাবী সা. এর দু‘জন ছেলের নাম কি কি ?
উত্তর : কাশেম ও আব্দুল্লাহ
30. প্রশ্ন : নাবী সা. এর নানা নাম কি ?
উত্তর : নানার নাম-ওয়াহাব বিন আবদে মানাফ।
31. প্রশ্ন : কত বছর বয়সে নাবী সা. এর মা মারা যান ?
উত্তর : ৬ বছর বয়সে।
32. প্রশ্ন : কত বছর বয়সে নাবী সা. এর দাদা মারা যান ?
উত্তর : ৮ বছর বয়সে।
33. প্রশ্ন : দাদা মারা যাওয়ার পর নাবী সা. কার নিকট লালিত-পালিত হন ?
উত্তর : চাচা আবু ত্বালিবের নিকট।
34. প্রশ্ন : আলী রাজিয়াল্লাহু আনহু সম্পর্কে নাবী সা. এর কি হন ?
উত্তর : চাচাত ভাই এবং জামাই।
35. প্রশ্ন : নাবী সা.কখনো কি বলেননি ?
উত্তর : নাবী সা. কখনো মিথ্যা কথা বলেননি।
36. প্রশ্ন : নবুওয়াত লাভের পূর্বে মক্কার কাফেররা নাবী সা. কে কি বলে ডাকতো ?
উত্তর : আল-আমিন ( বিশ্বাসী ) বলে ডাকতো।
37. প্রশ্ন : আল-আমিন অর্থ কি ?
উত্তর : বিশ্বাসী।
38. প্রশ্ন : নাবী সা. কি করতেন না ?
উত্তর : নাবী সা. আমানতের খেয়ানত করতেন না।
39. প্রশ্ন : নাবী সা. চাচা আবু ত্বালিবের সাথে সিরিয়াতে কেনো যান ?
উত্তর : ব্যবসা করার জন্য যান।
40. প্রশ্ন : কোন সামাজিক সংগঠনের সাথে নাবী সা. জড়িত ছিলেন ?
উত্তর : হিলফুল ফুযূল।
41. প্রশ্ন : আরবে সংঘটিত ভয়াবহ ফিজার যুদ্ধের সময় নাবী সা. এর বয়স কত ছিল ?
উত্তর : ২০ বছর।
42. প্রশ্ন : কোন খ্রীষ্টান ধর্মযাজক নাবী সা.কে আখেরী নাবী হিসেবে চিনতে পারেন ?
উত্তর : খ্রীষ্টান ধর্মযাজক জারজীস যার উপাধী ছিল রাহিব।
43. প্রশ্ন : নাবী সা. এর কত বছর বয়সে কাবাঘর পূণ:নির্মাণ করা হয় ?
উত্তর : ৩৫ বছর বয়সে।
44. প্রশ্ন : কাবাঘর নির্মাণকালে কার মাধ্যমে হাজারে আসওয়াদ সম্পর্কিত বিবাদের মীমাংসা হয় ?
উত্তর : নাবী সা. এর মাধ্যমে।
45. প্রশ্ন : নাবী সা.এর পিতার কবর কোথায় ছিল ?
উত্তর : ইয়াসরিব ( মদিনায় )।
46. প্রশ্ন : নাবী সা. এর মা আমিনাহ কোথায় মারা যান ?
উত্তর : মক্কা-মদিনার মধ্যবর্তী স্থানে।
47. প্রশ্ন : মৃত্যুর সময় নাবী সা. এর পিতার বয়স কতছিল ?
উত্তর : ২৫ বছর।
48. প্রশ্ন : নাবী সা. এর পিতার কার বাড়ীতে দাফন কাফনের ব্যবস্থা করা হয় ?
উত্তর : নাবেগা জা‘দীর বাড়ীতে।
49. প্রশ্ন : নাবী সা.এর পিতা কখন মারা যান ?
উত্তর : নাবী সা. এর জন্মের পূর্বে।
50. প্রশ্ন : উম্মে আয়মান কে ছিলেন ?
উত্তর : নাবী সা. এর মায়ের গৃহকর্মী। তার আসল নাম বরকত।
No comments
Post a Comment