ঘুম থেকে স্বলাত যে কারণে উত্তম !
ঘুম থেকে স্বলাত যে কারণে উত্তম !
১. ঘুম হল আত্মার আহবানে সাড়া দেয়া, আর স্বলাত হল আল্লাহর আহবানে সাড়া দেয়া।
২.ঘুম হল মৃত সমতুল্য
আর
স্বলাত হল জীবিত হওয়া।
৩.ঘুম শরীরের প্রশান্তি দেয়, আর স্বলাত আত্মার প্রশান্তি দেয়।
৪.ঘুমে মুমিন ও মুশরিক সমান, আর স্বলাত শুধু মুমিন আদায় করে।
৫.ঘুমের মাঝে আল্লাহর স্মরণ হয় না, আর স্বলাতের মাঝে আল্লাহর যিকির হয়।
No comments
Post a Comment