ভালোবাসা যখন ঈমানের অঙ্গ
ভালোবাসা যখন ঈমানের অঙ্গ
عَن أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ
আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা, সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হয়েছি।
একবার হজরত ওমর
ফারুক রা. রাসুলকে সা. বলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি
আমার কাছে সবকিছুর চেয়ে বেশি প্রিয়, কেবল আমার জান ছাড়া।’ রাসুল
(সা.) বলেন, ‘না (একথা সত্য নয়), আল্লাহর
কসম যার হাতে আমার প্রাণ, ওইসময় পর্যন্ত (সত্য) নয়, যতক্ষণ না কারও কাছে আমি তার জানের চেয়ে বেশি প্রিয় হবো।’
রাসুল সা.-এর মুখ
থেকে এই কথা ওমর রা.-এর মনে বিদ্যুতের মতো স্পর্শ করল, এবং তার মন ওই সময়ই বদলে গেল। তিনি বললেন, ‘খোদার কসম,
আপনি আপনি আমার জানের চেয়ে বেশি প্রিয়। রাসুল সা. বললেন, ওমর, এক্ষণে তোমার ঈমান পরিপূর্ণ হলো।
(সহিহ বুখারি, হাদিস ৬৬৩২)
মুসলিমদের সন্তানরা শ্লোগান দিচ্ছে , অমুক আমার ভালোবাসা , অমুক আমার আদর্শ অথচ সে একজন অমুসলিম !!! কথনো কি ভেবে দেখেছেন যে, আমাদের প্রজম্ন কোন অবস্থায় গিয়ে পৌছেছে !!! ইসলাম ও মুসলিমদের কী হবে এমন যুবসমাজ দিয়ে ??? তবে এটা শুধু তাদের দোষ দিয়ে খুব বেশি লাভ হবে না। কারণ তাদেরকে এসমাজ সুন্দর শিক্ষা দিয়ে একজন সচেতন যুবক হিসেবে গঠনর করতে পারেনি। যে যুবক ইসলাম ও মুসলিমদের কান্ডারী হবে। হবে একজন ইসলামের জন্য নিবেদীত প্রাণ। সচেতন হওয়ার এখনো সুযোগ আছে , যদিও অনেক বেশি দেরী হয়ে গেছে।
হে আল্লাহ আমাদেরকে হেদায়েতদান করুন এবং বিজাতীয় আগ্রাসন থেকে যুবসমাজকে রক্ষা করুন।
আমিন।
No comments
Post a Comment