প্রয়োজনীয় দোয়া - উচ্চারণ ও অর্থসহ পাঠ- ০২
প্রয়োজনীয় দোয়া , উচ্চারণ
ও অর্থসহ
পাঠ- ০২
১. খুশির সংবাদ শুনলে বলবে
اَلْحَمْدُ لِلّهِ
উচ্চারণ: আলহামদুলিল্লাহ
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য।
২. উপরে উঠার সময় বলবে:
اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: আল্লাহু আকবার
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
৩. নিচে নামার সময় বলবে:
سُبْحَانَ اللّٰهِ
উচ্চারণ: সুবহানাল্লাহ
অর্থ: আল্লাহ পবিত্র।
৪. ভবিষ্যতে কিছু করতে বলবে:
اِنۡ شَآءَ اللّٰهُ
উচ্চারণ: ইনশা আল্লাহ
অর্থ: আল্লাহ যদি চান।
৫. সুন্দর
কিছু দেখলে বলবে:
مَا شَآءَ اللّٰه
উচ্চারণ: মাশা-আল্লাহ
অর্থ: বাহ্, কি সুন্দর! (আল্লাহ যেমন চেয়েছেন )
৬. খারাপ কিছু শুনলে বা দেখলে বলবে:
نَعُوْذُ
بِاللهِ
উচ্চারণ: 'নাউজুবিল্লাহি
অর্থ: আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
৭. আশ্চর্য
কিছু দেখলে বলবে:
سُبْحَانَ اللّٰهِ
উচ্চারণ: সুবহানাল্লাহ
অর্থ: আল্লাহ পবিত্র।
৮. ভুল করলে বলবে:
أَسْتَغْفِرُالله
উচ্চারণ : আস্তাগফিরুল্লা-হ
অর্থ : আমি আল্লাহ্’র ক্ষমা প্রার্থনা করছি।
৯. ধন্যবাদ দিতে বলবে:
ﺟَﺰَﺍﻙَ
ﺍﻟﻠّٓﻪُ
ﺧَﻴْﺮًﺍ
উচ্চারণ: জাজাকাল্লাহু খাইরান
অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
১০. জ্ঞানবৃদ্ধির
জন্য দোয়া করতে বলবে:
رَّبِّ زِدۡنِیۡ
عِلۡمًا
উচ্চারণ: রব্বি জিদনী ইলমা।
অর্থ: হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও।
১১.আমাদের নবি নাম শুনলে বলবে:
صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم
উচ্চারণ: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অর্থ: হে আল্লাহ দরুদ ও সালাম বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর।
১২. বিদায় জানাতে বলবে:
في أمان الله
উচ্চারণ: ‘ফি আমানিল্লাহ’
অর্থ হচ্ছে-‘আল্লাহর নিরাপত্তায়’।
১৩. ঘর থেকে বের হতে বলবে:
بِسم الله تَوَكَّلتُ
على اللهِ،
উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি’।
অর্থ : আল্লাহর নামে, আল্লাহর ওপর ভরসা করে বের হচ্ছি,
১৪. সবসময় বলবে:
لَا اِلَهَ اِلاَّ
اللهُ
উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহ
অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই ।
সালাতের মাসনূন দোয়াসমূহ:
১. সালাতের নিয়ত বাঁধার সময় বলবে ( তাকবীরে
তাহরীমা ) :
اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: আল্লাহু আকবার।
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
২. রুকুতে যাওয়ার সময় বলবে:
اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: আল্লাহু আকবার।
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
৩. রুকুতে যেয়ে বলবে:
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ
উচ্চারণ : সুবহা-না
রব্বিয়াল আ`যিম।
অর্থ : “আমার রব পবিত্র ও মহামহিম।
৪. রুকু থেকে দাড়ানোর সময় বলবে:
سمِعَ اللهُ لِمَن
حمِدَه
উচ্চারণ: সামিআল্লাহু লিমান হামিদাহ
অর্থ: আল্লাহ তায়ালা শোনেন যে ব্যক্তি তাঁর প্রশংসা করেন।
৫. রুকু থেকে দাড়ানোর পর বলবে:
رَبَّنَا َلَكَ
الْحَمْدُ
উচ্চারণ: রব্বানা তাকাল হামদ
অর্থ: হে আমাদের রব! তোমার জন্যই সকল প্রশংসা।
৬. সিজদায় যাওয়ার সময় বলবে:
اللَّهُ
أَكْبَرُ
উচ্চারণ: আল্লাহু আকবার।
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
৭. সিজদায় যেয়ে বলবে:
سُبْحَانَ
رَبِّيَ الأَعْلَى
উচ্চারণ : সুবহা-না রব্বিয়াল আ‘লা।
অর্থ : “আমার রব্বের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি, যিনি সবার উপরে।
৮.সিজদা থেকে উঠার সময় বলবে:
اللَّهُ
أَكْبَرُ
উচ্চারণ: আল্লাহু আকবার।
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
৯. দুই সিজদার মাঝে বলবে:
اَللّهُمَّ
اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি। (মুসলিম, মিশকাত)
অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।
১০. সালাম ফিরানোর দোয়া-
ক. ডানদিকে মুখ দিয়ে বলবে:
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُه
উচ্চারণ : আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু।
অর্থ : আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
খ. বামদিকে মুখ দিয়ে বলবে:
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُه
উচ্চারণ : আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু।
অর্থ : আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
No comments
Post a Comment