প্রয়োজনীয় দোয়া , উচ্চারণ ও অর্থসহ , পাট - ০১
প্রয়োজনীয় দোয়া , উচ্চারণ
ও অর্থসহ
পাট - ০১
সালাম
কারো
সাথে সাক্ষাত হলে সালাম দিতে হয় এই
বলে,
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُه
উচ্চারণ : আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু।
অর্থ : আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
উত্তরে
যা বলতে হয় ,
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
উচ্চারণ : ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু।
অর্থ : আপনার উপরেও শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।
কালেমা তাইয়্যিবাহ
لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ
الله
উচ্চারণঃ লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ।
অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ সা. আল্লাহর প্রেরিত রাসূল।
কালেমা শাহাদাত
اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ
لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُه
উচ্চারনঃ আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু ।
অর্থ : আমি সাক্ষ্য দিতেছি যে , অল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাঁহার কোন অংশীদার নাই । আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তাঁহার প্রেরিত নবী।
মা-বাবার জন্য দোয়া করতে হয় যা বলে,
رَّبِّ ارۡحَمۡهُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا
উচ্চারণ
: ‘রাব্বির
হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)
অর্থ
: ‘হে
আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে
তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’
খাওয়ার পূর্বে এই দোয়া পড়তে
হয়,
بِسْمِ اللّهِ وَ عَلى بَرَكَةِ اللهِ
উচ্চারণ:
বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ
অর্থ:
আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তায়ালার বরকত প্রার্থনা
করছি।
খাওয়া
শেষে এই দোয়া পড়তে হয়,
اَلْحَمْدُ لِلّهِ الَّذِيْ اَطْعَمَنَا وَ سَقَانَا
وَ جَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْن
উচ্চারণ:
আলহামদুলিল্লাহি আতআমানা, ওয়াসাকানা, ওয়াকাফানা, ওয়াআয়ানা, ওয়া
আরওয়ানা, ওয়াজা
আলানা মিনাল মুসলিমীন।
অর্থ:
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে খাইয়েছেন, পান
করিয়েছেন এবং আমাদের মুসলমানদের অন্তর্ভূক্ত করেছেন।
টয়লেটে
প্রবেশের সময় বলতেন-
اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ
الْخَبَائِثِ
উচ্চারণ:
‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।’
অর্থ:
‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে
আশ্রয় চাই
(বুখারি)।’
টয়লেট
থেকে বের হওয়ার পর দোয়া
الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ
الْاَذَى وَعَافَانِيْ
উচ্চারণ:
‘গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।’
অর্থ:
‘(হে আল্লাহ!)
আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য; যিনি
ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন।’
ঘুমানোর পূর্বে এই দোয়া পড়তে
হয়,
اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ:‘আল্লাহুম্মা
বিসমিকা আমুতু ওয়া-আহইয়া’
অর্থ: হে
আল্লাহ! আমি তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার
তোমারই নামে জীবন ধারন করি।
ঘুম
থেকে জাগ্রত হয়ে এই দোয়া পড়তে হয়,
الحمدُ لله الذي أحيَانَا بَعْدَ مَا أماتَنَا
وإليه النُّشُوْر
উচ্চারণ
: ‘আলহামদু
লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।’
অর্থ
: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি
আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তার দিকেই সবার পুনরুত্থান।
হাঁচির দোয়া:
কেউ
হাঁচি দিলে পড়বে,
اَلْحَمْدُ ِللهِ
উচ্চারণ:
আলহামদুলিল্লা-হ।
অর্থ:
আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা।
যে পড়তে শুনবে সে জবাবে বলবে,
يَرْحَمُكَ اللهُ
উচ্চারণ:
ইয়ারহামুকাল্লা-হ।
অর্থ:
আল্লাহ আপনার প্রতি রহম করুন।
অতঃপর
যে হাঁচি দিলো সে পুনরায় বলবে,
(يَهْدِيْكُمُ اللهُ (وَيُصْلِحُ بَالَكُمْ
উচ্চারণ:
ইয়াহদীকুমুল্লা-হ / ইয়াহদীকুমুল্লা-হু ওয়া ইউছলিহু বা-লাকুম।
অর্থ:
আল্লাহ আপনাকে বা আপনাদেরকে হেদায়াত করুন এবং আপনার বা আপনাদের সংশোধন করুন।
শয়তানের কুমন্ত্রণা থেকে
বাঁচার জন্য বলতে হয়,
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
উচ্চারণ: আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম”
অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।
সকল কাজের শুরুতে যা বলতে হয়,
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

No comments
Post a Comment