প্রশ্ন: মুকসিরুন ( مكثرين ) সাহাবী কাদেরকে বলা হয় ? তাঁরা কতজন ? তাদের বর্ণিত হাদিস সংখ্যা কত ?
প্রশ্ন:
মুকসিরুন
( مكثرين ) সাহাবী কাদেরকে বলা হয় ? তাঁরা কতজন ? তাদের বর্ণিত হাদিস সংখ্যা
কত ?
উত্তর: যাদের
বর্ণিত হাদিস সংখ্যা একহাজারের অধিক , তাদেরকে বলা হয় মুকসিরুন সাহাবী বলা হয়।
তাঁদের সংখ্যা
হলো – ৬ জন।
মুকসিরুন সাহাবীদের হাদিস সংখ্যা হলো –
১. আবু হুরায়রা রা. মৃত. ৫৭হি.
তাঁর বর্ণিত
হাদিস সংখ্যা- ৫৩৭৪ টি।
২. আনাস ইবনে
মালিক রা. মৃত - ৯৩হি.
তাঁর বর্ণিত
হাদিস সংখ্যা – ২২২৩ টি।
৩. আয়েশা রা.
মৃত - ৫৭হি.
তাঁর বর্ণিত
হাদিস সংখ্যা – ২২১০ টি।
৪. আব্দুল্লাহ
ইবনে আব্বাস রা. মৃত - ৬৮হি.
তাঁর বর্ণিত
হাদিস সংখ্যা – ১৬৬০ টি।
৫. আব্দুল্লাহ
ইবনে ওমর রা. মৃত - ৭৩হি.
তাঁর বর্ণিত
হাদিস সংখ্যা – ১৬৩০ টি।
৬. আবু সাঈদ
খুদরী রা. মৃত - ৭৪ হি.
তাঁর বর্ণিত
হাদিস সংখ্যা - ১১৭০টি।
No comments
Post a Comment