তিনি তোমাদের সঙ্গেই আছেন
দারসুল কুরআন:
তিনি তোমাদের সঙ্গেই আছেন
আল্লাহ তায়ালার বানী
هُوَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ
وَ الۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ؕ یَعۡلَمُ
مَا یَلِجُ فِی الۡاَرۡضِ وَ مَا یَخۡرُجُ مِنۡهَا وَ مَا یَنۡزِلُ مِنَ
السَّمَآءِ وَ مَا یَعۡرُجُ فِیۡهَا ؕ وَ هُوَ مَعَکُمۡ اَیۡنَ مَا کُنۡتُمۡ ؕ وَ
اللّٰهُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ
তিনিই ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা হতে বের হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।
( সুরা হাদীদ, আয়াত নং- ৪ )
ব্যাখ্যা: অত্র আয়াতের প্রথম অংশ ‘তিনি আরশে সমাসীন‘ এর ব্যাখ্যায়
ইমাম মালেক রহ. বলেন
الاستواء
معلوم، والكيف مجهول، والإيمانُ به واجِب، والسؤالُ عنه بدعة
ইস্তিওয়া জানা, কিন্তু এর অবস্থা অজানা,এর উপর ঈমান আনায়ণ করা ওয়াজিব এবং
এসম্পর্কে প্রশ্ন করা বিদয়াত।
সুতরাং ঈমান রাখতে হবে যে, আল্লাহ তায়ালা
তাঁর মহান আরশে সমাসীন রয়েছেন। তবে , তিনি কিভাবে আছেন , কোন দিকে করে আছেন ইত্যাদি
প্রশ্ন করা যাবে না।
আয়াতের দ্বিতীয় অংশ
وَ هُوَ مَعَکُمۡ
اَیۡنَ مَا کُنۡتُمۡ “তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন“
এর
ব্যাখ্যা নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তী রয়েছে। অনেক সম্মানিত আলোচক বলেন যে, আল্লাহ
তায়ালা সর্বত্র বিরাজমান। আবার কেউ বলেন যে, তিনি মুমিনের কলবে থাকেন ইত্যাদি ।
তবে, আজকে আমরা বিভিন্ন
তাফসীর গ্রন্থ ও অন্যান্য ইমামদের থেকে এর
সঠিক ব্যাখ্যা জানার চেষ্টা করবো , ইনশা আল্লাহ
১. তাফসীরে আহসানুল বায়ান – এ বলা হয়েছে,
অর্থাৎ,
তোমরা স্থলে থাক বা জলে, রাত হোক অথবা দিন, গৃহে থাক অথবা মরুভূমিতে, প্রত্যেক স্থানে সদা-সর্বদা তিনি তাঁর জ্ঞান ও দর্শন দ্বারা
তোমাদের সঙ্গে থাকেন। অর্থাৎ, তোমাদের প্রতিটি কাজকে তিনি দেখেন। তোমাদের প্রতিটি কথা
তিনি জানেন ও শোনেন। এই বিষয়টা সূরা হূদের ৫নং এবং সূরা রা’দের ১০নং আয়াত সহ
অন্যান্য আয়াতেও বর্ণনা করা হয়েছে।
২. তাফসীরে ইবনে কাসীর ও তাফসীরে যাকারিয়া-
এ বলা হয়েছে,
অর্থাৎ তোমরা কোন জায়গায়ই
তাঁর জ্ঞান, তাঁর অসীম ক্ষমতা,
তাঁর শাসন কর্তৃত্ব এবং তাঁর ব্যবস্থাপনার আওতা বহির্ভূত নও। মাটিতে,
বায়ুতে, পানিতে অথবা কোন নিভৃত কোণে যেখানেই
তোমরা থাক না কেন সর্বাবস্থায়ই আল্লাহ জানেন তোমরা কোথায় আছো। [ইবন কাসীর]
ইমাম আহমাদ
রাহেমাহুল্লাহ বলেন, এ
আয়াতের শেষে বলা হয়েছে, ‘সম্যক দ্রষ্টা’ যা প্রমাণ করছে যে,
আল্লাহ সৃষ্টিজগতের বাইরে থেকেও সবকিছু দেখছেন। তাই এখানে সঙ্গে
থাকার অর্থ, সৃষ্টির সাথে লেগে থাকার অর্থ নয়, বরং এর অর্থ হচ্ছে, তোমরা তাঁর দৃষ্টি ও শক্তির
অধীন। তাঁর দৃষ্টি ও শক্তি তোমাদের সঙ্গে আছে।
[দেখুন: আর-রাদ্দু
আলাল জাহমিয়্যাহ ওয়ায যানাদিকাহ: ১৫৪–১৫৮]
৩. সুরা তোহা , আয়াত নং- ৪৬
আল্লাহ তায়ালা মুসা আ.কে লক্ষ্য করে বলেন,
قَالَ لَا تَخَافَاۤ اِنَّنِیۡ مَعَکُمَاۤ
اَسۡمَعُ وَ اَرٰی
তিনি বললেন, ‘তোমরা ভয় করো না। আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনি ও দেখি।
সংক্ষিপ্ত বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম যে, আল্লাহ তায়ালার দৃষ্টি ও ক্ষমতা সর্বদা আমাদেরসহ সমগ্র সৃষ্টি জীবকে বেষ্টন করে রেখেছেন। তিনি
তাঁর মহান আরশে সমাসীন থেকে সবকিছু পরিচালনা করছেন। এছাড়া তিনি প্রত্যহ রাতের শেষাংশে
প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহবান করেন তাঁর কাছে প্রয়োজনের কথা প্রার্থনা করতে। সুতরাং তিনি সর্বত্র বিরাজমান একথা ঠিক নয়, বরং
তাঁর জ্ঞান ও ক্ষমতা সর্বত্র বিরাজমান একথা সঠিক।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন।
No comments
Post a Comment