রাসূল সা. এর জীবনী কুইজ
রাসূল সা. এর জীবনী কুইজ
১. রাসূল সা. কোন বংশে জন্মগ্রহণ করেন ?
উত্তর: কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে।
২. রাসূল সা. এর পিতার নাম কী ?
উত্তর: আব্দুল্লাহ
৩. তিনি কোন নগরীতে জন্মগ্রহণ করেন ?
উত্তর: মক্কা নগরীতে।
৪. তিনি কোন গোত্রে দুধমাতার নিকট শিশুকাল কাটান
?
উত্তর: বনু সা’দ গোত্রে।
৫. রাসূল সা. এর একটি প্রাচীন জীবনী গ্রন্থের নাম
কী ?
উত্তর: সীরাতে ইবনে হিশাম।
৬. আবরাহা কোন দেশের বাদশাহ ছিল ?
উত্তর: ইয়ামান।
৭. মহানবী সা. এর প্রথমা স্ত্রীর নাম কী ?
উত্তর: খাদিজা রা.
৮. ওয়ারাকা বিন নওফেল কোন ধর্মের অনুসারী ছিলেন
?
উত্তর: খ্রীষ্টান ধর্মের।
৯. কোন পর্বতের গুহায় নবী সা. অহী প্রাপ্ত হন ?
উত্তর: হেরা গুহায়।
১০. সর্বপ্রথম মহানবী সা. এর হাতে কে ইসলাম গ্রহণ
করেন ?
উত্তর: খাদিজা রা.
১১. ”তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি” কোন সুরায়
একথা বলা হয়েছে ?
উত্তর: সুরা আদ-দোহা ।
১২. রাসূল সা. কে হত্যা করতে বের হয়ে এসে অবশেষে
মুসলিম হয়ে ফিরে যান কোন মহাপুরুষ ?
উত্তর: ওমর বিন খাত্তাব রা.
প্রশ্ন ১৩. কুরাইশ নেতাদের সভাকক্ষের নাম কি ছিল?
উত্তর: দারুন নাদওয়া।
প্রশ্ন ১৪. পবিত্র কুরআনের
কোন সূরার মধ্যে দুইবার “বিসমিল্লাহির
রাহমানির রাহীম” উল্লেখ আছে?
উত্তর: সুরা নামল।
প্রশ্ন ১৫. ইসলামে প্রথম শহীদ কে?
উত্তর: সু্মাইয়া রা.
প্রশ্ন ১৬. কোন বাদশাহর
দেশে মুসলমানগণ প্রথম হিজরত করেন?
উত্তর: আসহামা নাজাশী।
প্রশ্ন ১৭. সাইফুল্লাহ' বা আল্লাহর তরবারী কোন সাহাবীর পদবী?
উত্তর: খালিদ বিন ওয়ালিদ।
প্রশ্ন ১৮. হযরত ওমর রা. এর বোন ও ভগ্নিপতির নাম কি ?
উত্তর: ফাতিমা ও সাঈদ ।
প্রশ্ন ১৯. “ইসরা” বা মিরাজের কথা পবিত্র কুরআনের কোন সুরায় উল্লেখ করা আছে ?
উত্তর:সুরা বানি ইসরাঈল।
প্রশ্ন ২০. আকাবার প্রথম বাইয়াতে উপস্থিত ছিলেন
এমন একজন সাহাবীর নাম লিখুন ?
উত্তর: উবাদা বিন সামিত রা.
প্রশ্ন ২১. রাসূল সা. এর
মদীনায় হিজরতের সঙ্গী কে ছিলেন ?
উত্তর:আবু বকর রা.
প্রশ্ন ২২. মহানবী সা. কর্তৃক নির্মিত প্রথম
মসজিদ কোনটি ?
উত্তর: মসজিদে নববী।
প্রশ্ন ২৩, আজানের প্রচলন হয় কোন সাহাবীর স্বপ্নে দেখা বাক্য ও শব্দ দ্বারা ?
উত্তর: আব্দুল্লাহ ইবনে যায়েদ রা.
প্রশ্ন ২৪, কিবলা পরিবর্তনের ঘটনা কোন হিজরীতে সংঘটিত
হয়?
উত্তর: দ্বিতীয় হিজরীতে।
প্রশ্ন ২৫. বদর' প্রকৃতপক্ষে কিসের নাম? কত তারিখে কি বারে এই যুদ্ধ
সংঘটিত হয় ?
উত্তর: একটি কূপের নাম। ১৭
ই মার্চ,৬২৪ খৃ., রোজ: শনিবার।
প্রশ্ন ২৬. কোন সাহাবী
ওহুদ প্রান্তরে ইসলাম কবুল করেন এবং শহীদ হন ?
উত্তর: উমাইরা রা.
প্রশ্ন ২৭. কোন সাহাবীকে হত্যার পূর্বে তিনিই প্রথম দু'রাকাত সালাত আদায় করার রীতি চালু করে যান ?
উত্তর: খাব্বাব রা.
প্রশ্ন ২৮, ইয়াহুদী নেতা হুয়াই ইবনে আখতাব’ কোন গোত্রের লোক
ছিলেন ?
উত্তর: বনু নাযীর।
প্রশ্ন ২৯. বনু কুরাইযার শাস্তির রায় দেওয়ার দায়িত্ব কোন
সাহাবীকে দেওয়া হয়? উত্তর:
সা’দ ইবনে মুয়াজ রা. কে ।
প্রশ্ন ৩০. কোন ঘটনাকে আল কুরআনে ফাতহুম মুবীন' বলে উল্লেখ করা হয়েছে ?
উত্তর: হুদায়বিয়ার সন্ধিকে।
প্রশ্ন ৩১. উম্মুল মুমিনীন
সাফিয়াহ রা. কোন ইয়াহুদী নেতার কন্যা ছিলেন ?
উত্তর: হুওয়াই বিন আখতাব।
প্রশ্ন ৩২. কোন যুদ্ধে রাসূলুল্লাহ সা. কর্তৃক ঘোষিত
তিনজন সেনাপতি একে একে শাহাদত বরণ করেন ?
উত্তর: মুতার যুদ্ধে।
প্রশ্ন ৩৩. কোন কুরাইশ নেতার কন্যা উম্মে হাবীবা রা.
রাসূল সা. এর স্ত্রী ছিলেন?
উত্তর: আবু সুফইয়ান।
প্রশ্ন ৩৪, মক্কা বিজয়ের পূর্বে রাসূল সা. এর কোন সাহাবী মদীনা হতে এক মহিলার
মাধ্যমে গোপন পত্র প্রেরণ করেছিলেন ?
উত্তর: হাত্বেব
ইবনে আবী বালতাআ’ রা.
প্রশ্ন ৩৫. আরবের বিখ্যাত
হাতেমতাই এর ছেলে ইসলাম কবুল করে সাহাবী হবার গৌরব লাভ করেন তার নাম কি ?
উত্তর: আদি ইবনে হাতেম রা.
প্রশ্ন ৩৬. দু’জন মিথ্যা নবুয়তের দাবীদার রাসূল সা. এর
জীবদ্দশায় নবুয়ত দাবী করে তাদের নাম কি কি?
উত্তর: আল আসওয়াদ আল আনসী,
মুসাইলামা আল কাযযাব।
প্রশ্ন ৩৭. মহানবী সা. কত বছর বয়সে নবুওয়াত লাভ করেন ?
উত্তর: ৪০ বছর বয়সে।
প্রশ্ন ৩৮. রাসুল সা. এর মা কত বছর বয়সে মারা যান ?
উত্তর: ৬ বছর বয়সে।
প্রশ্ন ৩৯. তিনি কত বছর বয়সে ইন্তিকাল করেন ?
উত্তর: ৬৩ বছর বয়সে।
প্রশ্ন ৪০. মহানবী সা. এর কতজন মেয়ে ছিল ?
উত্তর: চারজন।
সংকলনে,
এইচ,এম,হুজ্জাতুল্লাহ
(বি.টি.আইএস - অনার্স ও এম.টি.আই.এস - মাস্টার্স ) - আল-হাদীস বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
No comments
Post a Comment