হাদিসের অর্থ , আলোচ্য বিষয় ও লক্ষ্য - উদ্দেশ্য



 হাদিসের পরিচয়-


আভিধানিক অর্থ :

حديث    শব্দটি একবচন , বহুবচনে  احاديث           যার অর্থ

১. কথাা - الكلام

২. সংবাদ, الخبر-

৩.বাণী - النبا

৪. নতুন-   الجديد ইত্যাদি

যা القديمএর বিপরীত   


حديث শব্দটি কুরআন মাজীদে বিভিন্ন অর্থে  ব্যবহৃত হয়েছে ।

যেমন-

১. কথা বা বাণী অর্থে

আল্লাহর বাণী

 اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَیَجۡمَعَنَّکُمۡ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ لَا رَیۡبَ فِیۡهِ ؕ وَ مَنۡ اَصۡدَقُ مِنَ اللّٰهِ حَدِیۡثًا

 আল্লাহ, তিনি ছাড়া অন্য কোন প্রকৃত ইলাহ নেই; অবশ্যই তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করবেন, এতে কোন সন্দেহ নেই আর আল্লাহ্ চেয়ে বেশী সত্যবাদী কে?

২. উপদেশ অর্থে

আল্লাহর বাণী

ثُمَّ اَرۡسَلۡنَا رُسُلَنَا تَتۡرَا ؕ کُلَّمَا جَآءَ اُمَّۃً رَّسُوۡلُهَا کَذَّبُوۡهُ فَاَتۡبَعۡنَا بَعۡضَهُمۡ بَعۡضًا وَّ جَعَلۡنٰهُمۡ اَحَادِیۡثَ ۚ فَبُعۡدًا لِّقَوۡمٍ لَّا یُؤۡمِنُوۡنَ 

এরপর আমরা একের পর এক আমাদের রাসূলগণকে প্রেরণ করেছি। যখনই কোন জাতির কাছে তার রাসূল এসেছেন তখনই তারা তার প্রতি মিথ্যারোপ করেছে। অতঃপর আমরা তাদের একের পর এককে ধ্বংস করে তাদেরকে কাহিনীর বিষয় করে দিয়েছি। কাজেই যারা ঈমান আনে না সে সমস্ত সম্প্রদায়ের জন্য ধ্বংসই রইল!

৩. কাহিনী অর্থে

আল্লাহর বাণী

 اَللّٰهُ نَزَّلَ اَحۡسَنَ الۡحَدِیۡثِ کِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِیَ ٭ۖ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُوۡدُ الَّذِیۡنَ یَخۡشَوۡنَ رَبَّهُمۡ ۚ ثُمَّ تَلِیۡنُ جُلُوۡدُهُمۡ وَ قُلُوۡبُهُمۡ اِلٰی ذِکۡرِ اللّٰهِ ؕ ذٰلِکَ هُدَی اللّٰهِ یَهۡدِیۡ بِهٖ مَنۡ یَّشَآءُ ؕ وَ مَنۡ یُّضۡلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنۡ هَادٍ 

আল্লাহ নাযিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব (আল কুরআন), যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে, তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।

৪. সংবাদ অর্থে

আল্লাহর বাণী

 هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡغَاشِیَۃِ

আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে?

 

পারিভাষিক অর্থ :

هو ما اضيف الي النبي صلعم من قول او فعل او تكرير او وصف خلقي او خلقي

কথা, কাজ ও মৌনসম্মতি বা সৃষ্টিগত গুণ ও চারিত্রিক গুণাবলী থেকে যা নাবী সা. এর দিকে সম্পর্কিত করা হয়, তাকে হাদিস বলে।

আলোচ্য বিষয় :

هو ذات النبي صلعم : من حيث انه رسول الله  صلي الله عليه وسلم

নাবী সা. এর সত্তা, যেখানে নাবী সা. এর কর্মপদ্ধতি, কথোপকথন ও সমর্থন ইত্যাদি গুণাবলীর বিভিন্ন দিক আলোচিত হয়।

লক্ষ্য-উদ্দেশ্য :

الفوز بسعادة الدارين

উভয় জাহানে সৌভাগ্যের মাধ্যমে সফলতা অর্জন করা।

 


No comments

Powered by Blogger.